Sayeem Shams

এখানে মূলত মাতব্বরি করি। অন্যের লেখার ভুল ধরি আর সেগুলো ঠিক করে দেয়ার চেষ্টা করি। যদিও নিজের লেখায় থাকা ভুলগুলো কেন যেন চোখে পড়ে না। মানুষ বোধহয় এমনই হয়। অন্যের ভুল তাদের খুব চোখে পড়ে নিজেরটা পড়ে না।